কমিটির আহ্বায়ক সাজ্জাদুল হককে মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছে গাজীরটেক ইউনিয়নের শহীদ পরিবারের সদস্যরা

follow-upnews
0 0

২৫/১২/২০২০ তারিখে ফরিদপুরে গঠিত হয়েছে “শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, ফরিদপুর”। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লেখক, গবেষক ও সাংবাদিক দিব্যেন্দু দ্বীপের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা, চরভদ্রাসন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আজীজুল হক (আজীজ মাস্টার)-এর জেষ্ঠ পুত্র এবং শহীদ রাজনীতিক সৈয়দ আহমদের নাতি সাজ্জাদুল হক সাজ্জাদকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ, জাকারিয়া মাতব্বর এবং সৈয়দ হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ দিদারুজ্জামান।

শহীদ পরিবার
কমিটি গঠনের পর থেকে প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অফিশে এসে শহীদ পরিবারের সদস্যরা কমিটিতে যোগ দিচ্ছেন।
সাজ্জাদুল হক সাজ্জাদ
শহীদ পরিবারের সদস্যরা শহীদস্মৃতি সংরক্ষণ কমিটি, ফরিদপুরের সাজ্জাদুল হক সাজ্জাদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন।
ফরিদপুর
মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হচ্ছে কমিটির আহ্বায়ককে।
Next Post

অথেনটিক ইনোভেশন দিচ্ছে ২০২১ টাকা ছাড়!!

অথেনটিক ইনোভেশন লি. একটি অনলাইন এবং অফলাইন বেসড্ একটি সুপার ডিস্ট্রিবিউটর শপ। গৃহে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র— প্রধানত বিশ্বের বিভিন্ন নামী ব্রান্ডের ওয়াটার পিউরিফাইং ফিল্টার তারা বিশ্বস্থতার সাথে সরবরাহ করে থাকে। ওয়াটার পিউরিফাইং ফিল্টারের কোলালিটি এবং সার্ভিসের দিক থেকে তারা দেশে এখন নম্বর ওয়ান সরবরাহকারী। সার্ভিসের দিক থেকে তাদের সুনাম রয়েছে […]
অথেনটিক ইনোভেশন

এগুলো পড়তে পারেন