Headlines

মনের পশু বনের পশু

ঈদুল আজহা

মনের পশু
বনের পশু
এসব আমি বুঝি না ভাই।
মানুষ আমি আমার মতো
শ্রেষ্ঠ বলে তুমিও কসাই।

খাই, কিছু অজুহাতও চাই;
যদি কিছু পায় অভুক্ত যারা–
ভালো না বাসুক,
ভাবে বিলাক,
তবু যদি কারও ক্ষুধা মেটে একবেলা।

মনের পশু
বনের পশু
এসব আমি বুঝি না ভাই। 

ফুর্তিটা চাই
ঈদের আনন্দে তাই ভাগ বসাই।

সত্যি কথা বলি যদি–
ভাই, কোনো হত্যায় সায় নাই,
তবু খাই, মানুষ আমি
এমন করেই তো খাই।

সবাই ভালো থাকুন
সুস্থ থাকুন,
আহারে বিহারে
আদানে প্রদানে
অকাতরে বাঁচুন।
ঈদ মুবারক!!


প্রবাস থেকে কবিতাটা পাঠিয়েছেন শেকস্ রাসেল