বিশ্বকাপের দেশ : আজকে থাকছে হন্ডুরাস নিয়ে

হন্ডুরাস
হন্ডুরাস

• আমেরিকার একটি কলা কোম্পানি হন্ডুরাসের উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছিল বলে লেখন ও’ হেনরি হন্ডুরাসকে ব্যানানা কান্ট্রি বলেছিলেন; সেই থেকে কোন দেশকে বানানা কান্ট্রি বলা হয় যখন সে দেশটি অন্য কোন দেশের প্রভাব বলয়ের মধ্যে থাকে।
• মধ্য আমেরিকার স্বল্প আয়ের একটি দেশ। দেশের অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে।
• জনসংখ্যা মাত্র তিরাশি লাখ।
• গুয়েতেমালা, এল সাল্ভাদর এবং প্রশান্ত মহাসাগর বেষ্টিত ছোট্ট এই দেশটি সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। বিশেষ করে মায়া সভ্যতার সূতিকাগার হচ্ছে হন্ডুরাস। ষোলশ শতাব্দীতে স্পানিয়ারডরা দেশটি দখল করে, এজন্য হন্ডুরাসের ভাষা স্প্যানিশ।
• ১৮২১ সালে দেশটি স্বাধীন হলেও এখনো নানান ধরনের সামাজিক এবং রাজনৈতিক সংঘাত দেশটিতে রয়েছে।
• হন্ডুরাসের রাজধানী দুটি শহরে অবস্থিত : তেগুচিগাল্পা এবং কমায়াগুএলা।
• অস্ট্রেলিয়ার পড় হন্ডুরাসে সবচে বেশি কোরাল রিফ রয়েছে।
• জাতীয় পশু সাদা লেজের হরিণ, জাতীয় পাখি স্কারলেট ম্যাকাও।
• হন্ডুরাসের মানুষ রান্নায় নারকেল ব্যবহার করে থাকে। এমনকি সুপের মধ্যেও তারা নারকেল দেয়।
• প্রতিবছর দশ লক্ষের বেশি লোক পর্যটক হিসেবে হন্ডুরাস যায়।
• কলম্বাস হন্ডুরাস আবিষ্কার করেন, কলম্বাসের আমেরিকা আবিষ্কার বলতে হন্ডুরাস, তিনি প্রথম আজকের হন্ডুরাসে পা রেখে ছিলেন।
• হন্ডুরাসের পতাকায় পাঁচটি তারকা রয়েছে যা মধ্য আমেরিকার পাঁচটি দেশকে বুঝিয়ে থাকে।
• হন্ডুরাসের প্লাটানও ফরেস্ট নতুন সপ্তাশ্চর্যের একটি।
• হন্ডুরাসে মাছ বৃষ্টি হওয়ার ঘটনা রয়েছে।
• শাসকের নামানুসারে হন্ডুরাসের দুটি নাম ছিল, ব্রিটিশ হন্ডুরাস এবং স্প্যানিশ হন্ডুরাস।
• ১৯৬০ সালে হন্ডুরাস এবং এল সাল্ভাদরের মধ্যে ‘ফুটবল যুদ্ধ’ নামে একটি যুদ্ধ বেধেছিল।