Headlines

মানুষের শরীরের কিছু চমৎকার তথ্য

মানুষের শরীর

মানুষের শরীর এক বিস্ময়কর সৃষ্টি, আসুন এর কিছু চমৎকার তথ্য যেনে নেওয়া যাক

মানুষের শরীর

  • আমাদের দেহের লাল রক্ত কনিকা গড়ে ১২০ দিনের মত বাঁচে।
  • শারীরিক অবস্থা ভেদে পার্থক্য হলেও, সুস্থ্য অবস্থায় সাধারনত আমাদের শরীরে প্রতি সেকেন্ডে গড়ে ২ মিলিয়ন লাল রক্ত কনিকা জন্মে। হাড়ের লাল মজ্জাই এই উৎপাদনের মূল জোগান দেয়।
  • মহিলা অপেক্ষা পুরুষের হেঁচকি ওঠার প্রবণতা বেশী হয়ে থাকে।
  • সাধারনত পুরুষের তুলনায় মহিলার ঘ্রানশক্তি বেশী প্রখর হয়।
  • হাঁচির বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬৬ কিলোমিটার এবং কফের ১০০ কিলোমিটারের মত।
  • ডিম্বানু মানব দেহের সবচেয়ে বড় এবং শুক্রানু সবচেয়ে ছোট কোষ।
  • খাবার অতিরিক্ত পরিমানে খাওয়ার পরে আমাদের শ্রবণ ক্ষমতা অনেকটা কমে আসে।
  • আমাদের মাঝখানের আঙ্গুলের নখ অন্যান্য গুলোর তুলোনায় দ্রুত বাড়ে। আর, হাতের আঙ্গুলের নখ বৃদ্ধির পরিমান পায়ের আঙ্গুলের নখের তুলোনায় ৪ গুন।
  • মানুষের পাকস্থলীর এসিড জিংক গলানোর মত শক্তিশালী, কিন্তু তা আমাদের পাকস্থলীর ক্ষতি করতে পারেনা। কারণ, পাকস্থলীর দেয়াল প্রতিক্ষনেই পুনঃনির্মিত হচ্ছে।
  • জিহ্বা শুকিয়ে গেলে আমরা খাবারের স্বাদ পাইনা, কারণ খাবার লালায় মিশ্রিত বা দ্রবীভূত হলেই তখন তার স্বাদ জিহ্বা গ্রহন করে মস্তিস্কে পাঠাতে পারে।

আরো চমৎকার সব তথ্য নিয়ে অন্য একদিন কথা হবে, সুস্থ্য থাকুন – ভালো থাকুন।