ওদের দায়িত্ব কে নেবে, দায় কার?

follow-upnews
0 0

http://<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2F1056324469%2Fvideos%2F10209593835736834%2F&show_text=0&width=400″ width=”400″ height=”400″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allowFullScreen=”true”></iframe>

বইমেলার সামনে থেকে একটু রাত করে ফিরছি। দেখি, তিনটে ছোট বাচ্চা লাইন করে বসে টাকা চাচ্ছে। ওদের বসার ভঙ্গি এবং টাকা চাওয়ার ধরণটা বেশ সৃজনশীল। কাছে গিয়ে ছবি তুলতে গেলে, হাত জোড় করে ক্ষমা চাইল এক ‘চণ্ডাল’। বললাম, তাহলে ভিডিও করি, তাতে আবার রাজি। জিজ্ঞেস করলাম, নাম লিখতে পারে কিনা। বলল, পারে। লিখে দেখাতে বললাম, নাম শাহীদা, কিন্তু শুরু করল ‘অ’ দিয়ে, এরপর লিখল ‘আ’, তারপর ‘ই’। পাশের জনের নাম সাকিব। ও আত্মবিশ্বাস নিয়ে বলল, “আমি পারি।” লেখা শুরু করল, যা লিখল তার মর্মার্থ উদ্ধার করতে হলে ঈশ্বর বানানোর (বিশ্বাসের) বিকল্প কী?

 

Next Post

‘শত্রু’ আমাকে নিরাপত্তা দিবে কেন?

একজন ডাইভার কী প্রক্রিয়ার মধ্য দিয়ে ড্রাইভার হবে সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। গাড়ির ফিটনেস আছে কিনা, গাড়ি চালানোর গতিসীমা কী হবে এবং সেটি লঙ্ঘিত হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্বও রাষ্ট্রের। নিরাপদ ভ্রমণ প্রত্যক্ষভাবে নিশ্চিত করবে ড্রাইভার, কিন্তু দায় কিন্তু সকলের, প্রধানত রাষ্ট্রের। একজন মালিক চব্বিশ ঘণ্টা তাঁর গাড়িটি রোডে […]