চুল কাটার পুরনো রীতি এখনও বহাল আছে এমন অনেক জায়গায়

follow-upnews
0 0
কচুয়া, বাগেরহাট
চুল কাটা এবং খোশ গল্প চলছে …

 

বাগেরহাট
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা বাজারের পাশে স মিলের ফেলা রাখা গাছের উপর এভাবে চুল কাটা এবং কাটানোর কাজটা করেন নিম্ন আয়ের মানুষেরা।

https://youtu.be/wOA7IahhuAg?t=1

দুটো সভ্যতার মধ্যে সেতু হয়ে এখনও চুল কাটার পুরনো এ পদ্ধতি চোখে পড়বে দেশের অনেক জায়গায়। এক সময় এটিই ছিল হয়ত অত্যাধুনিক, সময়ের ফেলে এসব এখন সেকেলে, তবে অর্থনীতির মারপঁ্যাচে অনেক কিছু সহজে এখন পিছে পড়ে গেলেও চুল কাটার খোলামেলা এমন রূপটি এখনও টিকে থাকছে। বাগেরহাট জেলার কচুয়া উপজেলা সদরের বাজারের পাশের দৃশ্য এটি।

Next Post

কোয়েল কাজ করছে কচুয়ার গ্রামগুলোতে

KOAL: Kachua Organic Agro Limited ব্রয়লার মুরগী, মোটাতাজা গরু, ব্রয়লার মাছ ইত্যাদি খাওয়ার ঝুঁকি সম্পর্কে ইতোমধ্যেই হয়ত অনেকে অবগত হয়েছেন। অপেক্ষাকৃত কম দাম হওয়ায় সাধারণত নিম্ন আয়ের লোকেরা এগুলো ক্রয় করে। খায়ও বেশি বেশি। ফলে নানান ভয়াবহ রোগ ব্যধীতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকছে সাধারণ মানুষ, আসলে শুধু সাধারণ মানুষ নয়, […]
বাধাল