Headlines

স্তব্ধ ভবিষ্যত

টাইপ মেশিন।
প্রজন্ম ব্যবধান ভোগাচ্ছে তাদের। বিকল্প জীবিকার কোনো ব্যবস্থা না থাকায় জীবন একেবারে থমকে গেছে। ছবিটি রাষ্ট্রপতি ভবনের পিছনের গেটের বিপরীত পাশ থেকে তোলা।
প্রজন্ম ব্যবধান
হতাশ দৃষ্টিতে তকিয়ে দেখছেন তিনি, সংগত কারণেই তার কাছে খরিদ্দার আসছে না।

#ছবি: দিব্যেন্দু