তবু হেসে বেড়াই

follow-upnews
0 0

%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0
এক আকাশ দুঃখ নিয়ে ভেসে বেড়াই

তবু হেসে বেড়াই।

সুখ সাগরে তল পাই না,

আমার শৈশব কাটে না

নাকি তুমি অতল বলে?

প্রতিশ্রুতি দিই না শুধু

তবু ভলোবাসি যেনো।

আত্মদ্বন্দ্বে পণবন্দী যাযাবর আমি;

কষ্টে কর্মে ভারে ক্লান্ত,

পথে দু-দণ্ড এখন তোমার দ্বারে,

যদি ভোলাও

থাকব না হয় আরো দু’দিনের তরে।

 

#কাঠ ঠোকরা

 

 

Next Post

CO2 কি জ্বালানীতে পরিণত হবে?

টেনেসিতে বিজ্ঞানীদের দল অনেকটা দুর্ঘটনাবশতঃই কার্বন ডাইঅক্সাইডকে (CO2) ইথানলে রূপান্তরিত করেছেন। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরীর ডিপার্টমেন্ট অব এনার্জিতে কর্মরত গবেষকগণ CO2 এর মধ্যে কার্বন ও তামার ‘ন্যানো কাঁটা’ জাতীয় বস্তু যুক্ত করে একে ইথানলজাতীয় অ্যালকোহলে পরিণত করেন। এই অ্যালকোহল পানীয় ইত্যাদিতে ব্যবহৃত হয়। ইথানল জ্বালানীর উপাদান হিসেবেও ব্যবহৃত হয়। ব্রাজিলে […]

এগুলো পড়তে পারেন