বর্তমান সময়ের আলোচিত ঘটনাসমূহ

follow-upnews
0 0

150505120648_bd_public_urination_prevention_arabic_640x360_bbc_nocredit

* ব্লগার হত্যাকাণ্ড;

  • এ পর্যন্ত তিনজন ব্লগার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন- ১৫ ফেব্রয়ারি ২০১৩, পল্লবিতে নিজ বাসার এলাকায় খুন হন আহমেদ রাজীব হায়দার, বিজ্ঞান লেখক এবং মুক্তমনা ব্লগের পরিচালক অভিজিৎ রায়কে বইমেলা সংলগ্ন সোহরাওয়ার্দী গেটের সামনে ২৮ ফেব্রুয়ারি ২০১৫ খুন করা হয়, সর্বশেষ ১২ মে, ২০১৫ নিজ বাসার সামনে খুন হয়েছেন বিজ্ঞান লেখক সিলেটের অনন্ত বিজয় দাশ।

* পহেলা বৈশাখে টিএসসি তে যৌন হয়রানি;

  • পহেলা বৈশাখ ১৪২২ ভিড়ের মধ্যে টিএসসির সামনে জনৈক নারীকে নগ্ন করে ফেলার মত ভয়াবহ যৌন হয়রানির ঘটনা ঘটে।

* যেখানে সেখানে প্রসাব করা ঠেকাতে দেয়ালে আরবী লিখন;

  • যত্রতত্র প্রসাব করা ঠেকাতে ধর্ম মন্ত্রণালয় দেয়ালে আরবী ভাষায় ‘প্রস্রবার না করার’ জন্য লেখে।

* মানব পাচার;

  • মে, ২০১৫ থাইল্যান্ডের শংকলা প্রদেশে কয়েকটি গণকবর আবিস্কৃত হলে এবং সেখান থেকে কয়েকজন বাংলাদেশী উদ্ধার হলে মানব পাচারের বিষয়টি জোরালোভাবে সামনে আসে।

* ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর।

  • ৭ জুন ২০১৫ তারিখে দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন।
Next Post

আজকের পত্রিকার (১১.০৬.২০১৫) গুরুত্বপূর্ণ খবরসমূহ

The Daily Star * Women trafficking victims are sexually abused all the way : http://www.thedailystar.net/frontpage/women-are-sexually-abused-all-the-way-95173 প্রথম আলো * জঙ্গি ধরতে মিয়ানমারে ভারতের অভিযান : http://www.prothom-alo.com/bangladesh/article/550654 ইত্তেফাক * বিএনপির নেতাদের নামে গড়ে ৩০ থেকে ৪০টি বাড়ি! : http://www.ittefaq.com.bd/politics/2015/06/10/24794.html সমকাল * গাজীপুরে পেট্রোলবোমাসহ ৩৪ জামায়াত-শিবিরকর্মী আটক : http://www.samakal.net/2015/06/11/142576