স্তব্ধ ভবিষ্যত

follow-upnews
0 0
টাইপ মেশিন।
প্রজন্ম ব্যবধান ভোগাচ্ছে তাদের। বিকল্প জীবিকার কোনো ব্যবস্থা না থাকায় জীবন একেবারে থমকে গেছে। ছবিটি রাষ্ট্রপতি ভবনের পিছনের গেটের বিপরীত পাশ থেকে তোলা।
প্রজন্ম ব্যবধান
হতাশ দৃষ্টিতে তকিয়ে দেখছেন তিনি, সংগত কারণেই তার কাছে খরিদ্দার আসছে না।

#ছবি: দিব্যেন্দু  

Next Post

তবু হেসে বেড়াই

এক আকাশ দুঃখ নিয়ে ভেসে বেড়াই তবু হেসে বেড়াই। সুখ সাগরে তল পাই না, আমার শৈশব কাটে না নাকি তুমি অতল বলে? প্রতিশ্রুতি দিই না শুধু তবু ভলোবাসি যেনো। আত্মদ্বন্দ্বে পণবন্দী যাযাবর আমি; কষ্টে কর্মে ভারে ক্লান্ত, পথে দু-দণ্ড এখন তোমার দ্বারে, যদি ভোলাও থাকব না হয় আরো দু’দিনের তরে। […]