বাগেরহাট শহরটি নৈসর্গিক দৃশ্যে ভরপুর। শহরের বাজার অংশটুকু বাদ দিলে পৌরসভার পুরোটাই আসলে গ্রাম। ছবিটি পূর্ব বাসাবাটি থেকে তোলা।
বাগেরহাট শহরের মতো এত পুকুর মনে হয় আর কোনো শহরে নেই। বাগেরহাট শহরে রয়েছে তিনটি দিঘী এবং ছোটো বড়ো এরকম অসংখ্য পুকুর। এটি পূর্ব বাসাবাটির পদ্মপুকুর। পুকুরটি বেশ প্রাচীন বলে জানা গেলো।বাগেরহাট জেলার পূর্ব বাসাবাটির এই পুকুরটিও অনেক পুরাতন এবং কালের সাক্ষী।
https://youtu.be/eUn7h7LrIsw?t=2
মৃৎশিল্পের উৎকর্ষের শেষ পর্যায়ে ঘরের চালে বিভিন্ন ধরনের বাহারী টালির ব্যবহার শুরু হয়। বাগেরহাট শহরে পাকা বাড়ির চল শুরু হয়েছে বিশ ত্রিশ বছরের বেশি নয়। এর আগে আধাপাকা বাড়িই বেশি দেখা যেত। টিনের পাশাপাশি স্বচ্ছল অনেকে তখন ঘরের চালে টালিও ব্যবহার করত। এখন অবশ্য এটি আর চোখে পড়ে না। বাগেরহাট শহরে এই একটি বাড়িতে এখনও টালি দেখা যায়।
https://youtu.be/GAQbzIr9j5g
https://youtu.be/HqNv7CD0DgU
এই ডকুমেন্টারিটিতে বাগেরহাটের ওপর ক্যাপশনসহ ছবি এবং ভিডিও যুক্ত হতে থাকবে। সাথে থাকুন।
#কোনো ছবি বা ভিডিও চিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দণ্ডনীয়।