দশ বছর বয়সে ও মা-বাবাকে মাসে পাঠায় চার হাজার টাকা!

৩১ মার্চ ২০১৭ তারিখে পাবলিক লাইব্রেরির সামনে থেকে বাদাম কিনতে গিয়ে লাজুর এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটা নিলাম। যে বয়সে ওর হেসে খেলে বেড়ানোর কথা, পড়াশুনা করার কথা, সেই বয়সে ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে, শুধু যে নিজের জীবিকা নির্বাহ করছে তা নয়, বাড়িতেও টাকা পাঠাচ্ছে। দেশে বৃদ্ধ পিতা-মাতার ভরণ পোষণের জন্য আইন রয়েছে, শিশু সন্তানদের ভরণপোষণের জন্য আইন থাকাও যে জরুরী তার প্রমাণ তো এই লাজুরা।