দশ বছর বয়সে ও মা-বাবাকে মাসে পাঠায় চার হাজার টাকা!

follow-upnews
0 0

৩১ মার্চ ২০১৭ তারিখে পাবলিক লাইব্রেরির সামনে থেকে বাদাম কিনতে গিয়ে লাজুর এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটা নিলাম। যে বয়সে ওর হেসে খেলে বেড়ানোর কথা, পড়াশুনা করার কথা, সেই বয়সে ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে, শুধু যে নিজের জীবিকা নির্বাহ করছে তা নয়, বাড়িতেও টাকা পাঠাচ্ছে। দেশে বৃদ্ধ পিতা-মাতার ভরণ পোষণের জন্য আইন রয়েছে, শিশু সন্তানদের ভরণপোষণের জন্য আইন থাকাও যে জরুরী তার প্রমাণ তো এই লাজুরা।


 

Next Post

বোরখা-শাঁখা-সিঁদুর

খুব বেগ পেতে হয়নি বাসা থেকে ওর পালিয়ে আসতে। পাশের বাসার ছাদে গিয়ে ওকে একটি বোরখা দিয়ে আসা হয়েছিল। ছাদে গিয়েছিলাম আমরা ইন্টারনেটের লাইন টানার কথা বলে। ও বোরখা পরে বেরিয়ে এসেছে। কুয়াকাটা যাব আমরা। ঝামেলা হচ্ছে, বর্তমানে হোক না হোক পুলিশে যাচাই বাছাই করে, তাই স্বামী-স্ত্রী প্রমাণ করার ঝামেলা […]

এগুলো পড়তে পারেন