Headlines

একজন শিক্ষকের চিকিৎসার জন্য সহযোগিতা করুন …

Karuna Rani Das

প্রাইমারি স্কুলের শিক্ষক করুণা রাণী দাসের দুটো কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে

করুণা রাণী দাস করুণা রাণী দাস

গ্রাম: রঘুদত্তকাঠী

ডাকঘর: মসনী

উপজেলা: কচুয়া

জেলা: বাগেরহাট

করুণা রাণী দাস, বাগেরহাট জেলার আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতা এবং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এলাকায় তার সুনাম রয়েছে। অনেকদিন যাবৎ তিনি কিডনি সমস্যায় ভুগছেন সর্বশেষ খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে (নার্গিস মেমরিয়াল হাসপাতাল লিঃ) চিকিৎসা নিয়েছেন টাকা-পয়শা না থাকায় বর্তমানে তার চিকিৎসা প্রায় থেমে গিয়েছে ডাক্তার জানিয়েছেন তার দুটো কিডনিই বর্তমানে প্রায় অকেজো হয়ে গেছে ডায়ালাইসিস-এর এক পর্যায়ে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে

বর্তমানে তিনি ঢাকায় ল্যাবএইড হাসপাতালের অধীনে চিকিৎসাধীন 

সহযোগিতা করতে যোগাযোগ: 

কেউ সহযোগিতা করতে চাইলে: ০১৭৯ ৪৯ ১৩ ৫৮৪ (বিকাশ)

A/C Name: করুণা রাণী দাস

A/C NO: ৩৪০৬১৪৪৫

সোনালী ব্যাংক লিঃ, কচুয়া শাখা, বাগেরহাট।  


সাধ্যমতো এগিয়ে আসুন। তার চিকিৎসার্থে আমরা তিনটি বই বের করার সিদ্ধান্ত নিয়েছি, যে তিনটি বই— (১) ঘুরিফিরি: ৬৪ জেলার দর্শনীয় স্থানের বিবরণ,  (২) লামিয়া [ইংরেজি সাহিত্যের ইতিহাস এন্ড লিটারেরি টার্মস, (৩) জব ভোকাবুলারি] থেকে (প্রথম পাঁচ হাজার বই) বিক্রয়লব্ধ টাকা আমরা তার চিকিৎসার্থে ব্যয় করব। প্রথম বইটির দাম ২০০/-, দ্বিতীয় এবং তৃতীয় বই দুটির দাম একত্রে ২০০/-। অর্থাৎ, কেউ কমপক্ষে ২০০/- টাকা পাঠালে আমরা তাকে বই পাঠাব, এবং টাকাটি করুণা রাণীর চিকিৎসা সহয়তা ফান্ডে জমা দিব। কেউ বেশি টাকা দিলেও আমরা ঐ দুটি বই পাঠাব। আবার কেউ বই নিতে না চাইলেও জানাবেন (সহযোগিতা করবেন, কিন্তু বই নিবেন না।)

[সাহিত্যিক দিব্যেন্দু দ্বীপ করুণা রাণী দাসের চিকিৎসা সহায়তা ফান্ডে এই পাঁচ হাজার বই।]