১৭ অংকের জাতীয় পরিচয় সংখ্যার (17 Digit National Identification Number) ক্ষেত্রে বাম থেকে ডানে, ১ম চারটি অংক ব্যক্তির ইংরেজী জন্মসাল নির্দেশ করে। যেমনঃ 1980, 1955, 1961… ইত্যাদি।
১৩ অংকের জাতীয় পরিচয় সংখ্যার (13 Digit National Identification Number) ক্ষেত্রে বাম থেকে ডানে, ১ম দুইটি অংক ব্যক্তির বর্তমান ঠিকানার বা ভোটার নিবন্ধন এলাকার জেলা নির্দেশ করে। বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রত্যেকটির আলাদা-আলাদা দুই অংকের কোড রয়েছে।
জেলা কোডের অংকদ্বয়ের ডানপার্শ্ববর্তী একটি সংখ্যা আরএমও (RMO) কোড, যা সিটি কর্পোরেশনের জন্য ৯; ক্যান্টমমেন্ট এলাকার জন্য ৫; পৌরসভা এরিয়ার জন্য ২; পল্লী এলাকার জন্য ১; পৌরসভাবহিঃস্থ শহর এলাকার জন্য ৩ এবং অন্যান্যদের জন্য ৪।
আরএমও (RMO) কোডের ডানপার্শ্ববর্তী দুইটি সংখ্যা উপজেলা বা থানা কোড।
উপজেলা বা থানা কোডের ডানপার্শ্ববর্তী দু’টি সংখ্যা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা/সিটি কর্পোরেশনের জন্য)।
সর্বডানে অবস্থিত ছয়টি সংখ্যা হচ্ছে ফর্ম নম্বর যেটি ব্যক্তিগত তথ্যদিয়ে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির উদ্দ্যেশ্যে পূরণকৃত হয়েছিল।
অদুর ভবিষ্যতে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ডিজিটাল ইলেক্ট্রনিক চীপ প্রযুক্তি নির্ভর হতে পারে।