১৯৭১ সালে কি বুড়িগঙ্গা নদীর উপর কোনো ব্রিজ ছিল?

rashard brooks

প্রশ্নটি করেছেন খুলনার দৌলতপুর থেকে আসলাম শেখ।

প্রশ্নের উত্তর: ১৯৭১ সালে বুড়িগঙ্গা নদীর উপর কোনো সেতু ছিল না।

প্রাসঙ্গিক তথ্য: বুড়িগঙ্গা সেতুর অফিশিয়াল নাম হচ্ছে, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। চীনের অর্থ সাহায্যে মোট তিনটি সেতু বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে, যেগুলো চীন মেত্রী সেতু ১, ২, ৩ নামে পরিচিত। প্রথম সেতুটি নির্মিত হয় ১৯৮৯ সালে।


প্রশ্ন করতে পারেন ০১৭৯ ৪৯ ১৩ ৫৮৪ নম্বরে এসএমএস করে। অথবা মেইল করতে পারেন [email protected] ঠিকানায়। প্রতিদিন একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়। ছবি পাঠালে প্রশ্নকর্তার ছবি প্রকাশ করা হয়।

বুড়িগঙ্গা নদী পাড়ের একটি ভিডিও দেখুন:

https://youtu.be/Z1Fgzy_0gO4?t=66https://youtu.be/lTMknZ2q4D8