কমলাপুর রেলস্টেশন কি বাংলাদেশের প্রথম রেল স্টেশন?

follow-upnews
0 0

উত্তর হচ্ছে– না। কমলাপুর রেলস্টেশন বাংলাদেশের প্রথম স্টেশন নয়। ১৮৬২ সালে দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে।

কুষ্টিয়ার জগতী স্টেশন দেশের প্রথম রেলস্টেশন। কমলাপুর রেলস্টেশনটি প্রতিষ্ঠিত হয় ১৮৬৯ সালে (চালু হয়)।

কমলাপুর রেলস্টেশনের একটি ভিডিও দেখুন–

Next Post

১৯৭১ সালে কি বুড়িগঙ্গা নদীর উপর কোনো ব্রিজ ছিল?

প্রশ্নটি করেছেন খুলনার দৌলতপুর থেকে আসলাম শেখ। প্রশ্নের উত্তর: ১৯৭১ সালে বুড়িগঙ্গা নদীর উপর কোনো সেতু ছিল না। প্রাসঙ্গিক তথ্য: বুড়িগঙ্গা সেতুর অফিশিয়াল নাম হচ্ছে, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। চীনের অর্থ সাহায্যে মোট তিনটি সেতু বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে, যেগুলো চীন মেত্রী সেতু ১, ২, ৩ নামে পরিচিত। প্রথম সেতুটি […]
rashard brooks