কাল্পনিক কথোপকথন

follow-upnews
0 0

না, এ বিষয়ে কিছু না লিখে পারতেছি না ..
একজন শুভাখানকি আজকে বলতেছে,
দ্বীপ, চাকরি বাকরি কিছু করো না, লোক তো আরেকটা বাড়াইলা!!
[না, আগের মত ভদ্র নেই, ভোল পাল্টাইছি, অহন ছাইড়া দিই না।]
মনে মনে কইলাম তুমি কোন হে চ্যাটের বাল হে।
তারপর শব্দ করে কইলাম—

প্রথমত, তুমি আমার সম্পর্ক কিছুই জান না, জানো না কেন?
চ্যাবা: তুমি জানাও নাই, তাই জানি না।
চৌপুবা: তুমি আমার স্বল্প পরিচিত একজন ব্যক্তি, তাই জান না। না জেনে এত বড় মন্তব্য করতে গেলা কেন?
চ্যাবা: জানি তো। তুমি চাকরি ছেড়ে দিছো। তোমার মা অসুস্থ, ভাই অসুস্থ।
[মনে মনে কইলাম, ওহে নিকৃষ্ট বাল, আমার মা’কে ভাইকে কি রাস্তায় রাস্তায় ঘুরতে দেখেছো কখনো, নাকি তুমহার কাছে খাবার চেয়েছে ওরা?]
চৌপুবা: আর কিছু জানো না?
চ্যাবা: জানি তো। তুমি … বিয়া করেছো, তাই না?
চৌপুবা: এত কিছু জানলা, আর এইডা জানলা না যে, এসব ম্যানেজ করে কে? চালায় কে?
চ্যাবা: তো তো তো তো। বর্তমানে কি কিছু করছো?
[মনে মনে কইলাম, ওহে চ্যাবা, তুই আসলেই একটা নিকৃষ্ট চ্যাবা]
চৌপুবা: তোমার সাথে কথা কইতে ইচ্ছে করছে না।
চ্যাবা: দ্বীপ, তুমি আসলে আগের মতনই আছো।
[বুঝাতে চাইছে আমি আগে একটা আবাল ছিলাম এখনো আবাল আছি]
চৌপুবা: তুমি কী করছ?
চ্যাবা: তুমি জানো না?
চৌপুবা: জানতাম, ভুলে গেছি।
চ্যাবা: আমি তো অমুক।
[কী তা উল্লেখ করলাম না, কারণ, ঐ একই চাকরি যারা করছেন তারা অপমান বোধ করতে পারেন, আসলে আমি কোন চাকরি নিয়ে বলছি না, আমি বলছি ব্যক্তি বিশেষের ধৃষ্টতা নিয়ে]
চৌপুবা: কত বেতন পাও?
চ্যাবা: ফাস্ট ক্লাস সরকারি চাকরির বেতনই বা কত!
চৌপুবা: তা বিয়া করছ কেন? সংসার চালাবা ক্যামনে?
[চ্যাবা এবার রেগে গেল]
চ্যাবা: বিয়ে তো সবাই করে, আর আমি ফাস্ট ক্লাস চাকরি করেও বিয়ে করব না!
চৌপুবা: আমি কোন ক্লাস চাকরি করতাম?
চ্যাবা: তুমিও তো ফাস্ট ক্লাস গভমেন্ট জব করতে। ছাড়লে কেন? পরের একটা মেয়ে টেনে এনে কষ্ট দিচ্ছ।
[এবার মেজাজ একেবারে খিচে গেল]
চৌপুবা: তোমার বউ আর আমার বউরে এক রুমে ঘন্টা দুই তিন রাখে একটা রেকর্ডার চালিয়ে দিয়ে পরে নিজে শুনো, তাহলে বুঝতে পারবা কে বউকে কষ্ট দিচ্ছে।
চ্যাবা: বুঝলাম না।
[মনে মনে বললাম, তুমি তো একটা নিকৃষ্ট চ্যাবা, বুঝবা কেমন করে]
চৌপুবা: একটা কথা শুনে রাখো— আমার পরিবারের মাসিক যা খরচ তা তোমার পাঁচ মাসের বেতনের সমান। এবার বুঝেছো কেন চাকরি ছেড়েছি?
চ্যাবা: বুঝলাম না।
চৌপুবা: বুঝবা না, চ্যাবারা বোঝে না। উঠি।
চ্যাবা: চ্যাবা কী?
চৌপুবা: বউয়ের কাছ থেকে জেনে নিও। ওরা জানে।

Next Post

কর্মসংস্থান ব্যাংকে নিয়োগ

সিনিয়র অফিসার পদে ২৮ জন, অফিসার পদে ৪৪ জন, সহকারী অফিসার সাধারণ ৫০ জন, ক্যাশ ১৯ জন, সহকারী প্রকৌশলী পদে ১ জন, সহকারী প্রোগ্রামার পদে ১ জন ও ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪২ জন সহ ১৮৫ জন কর্মকর্তা নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক। আবেদন করা যাবে ৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ৬টা […]