১৯৭১ সালে কি বুড়িগঙ্গা নদীর উপর কোনো ব্রিজ ছিল?

follow-upnews
0 0

প্রশ্নটি করেছেন খুলনার দৌলতপুর থেকে আসলাম শেখ।

প্রশ্নের উত্তর: ১৯৭১ সালে বুড়িগঙ্গা নদীর উপর কোনো সেতু ছিল না।

প্রাসঙ্গিক তথ্য: বুড়িগঙ্গা সেতুর অফিশিয়াল নাম হচ্ছে, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। চীনের অর্থ সাহায্যে মোট তিনটি সেতু বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে, যেগুলো চীন মেত্রী সেতু ১, ২, ৩ নামে পরিচিত। প্রথম সেতুটি নির্মিত হয় ১৯৮৯ সালে।


প্রশ্ন করতে পারেন ০১৭৯ ৪৯ ১৩ ৫৮৪ নম্বরে এসএমএস করে। অথবা মেইল করতে পারেন [email protected] ঠিকানায়। প্রতিদিন একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়। ছবি পাঠালে প্রশ্নকর্তার ছবি প্রকাশ করা হয়।

বুড়িগঙ্গা নদী পাড়ের একটি ভিডিও দেখুন:

https://youtu.be/Z1Fgzy_0gO4?t=66https://youtu.be/lTMknZ2q4D8

 

Next Post

জীবনের ডায়েরি // মেহেদি হাসান

দুপুর বেলা, খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছি একটু বিশ্রাম নেয়ার জন্য। ঘুম চলে এসেছিল, কতক্ষণ কেটে গেছে মনে নেই। চমকে উঠলাম ফোনের শব্দে। কিন্তু ফোনটা আর রিসিভ করতে পারিনি। উদাস ভঙ্গিতে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বিকেল ঘনিয়ে এসেছে মাত্র। সামনের দিকে তাকালাম। একি! এটা ছিল বন্যার সময়। ঘর থেকেই যে […]
উত্তরবঙ্গ