চাকরির পরীক্ষার জন্য রোজ একটি অংক (১)

follow-upnews
0 0

♦♦ The average of four consecutive odd positive integers is always-

a. An odd number    b. Division by 4

c. An even number d. Both (b) and (c)          e. None of them

Explanation:

▪ জোড় + জোড় = জোড়
▪ বিজোড় + জোড় = বিজোড়
▪ বিজোড় + বিজোড় = জোড়

গুণের হিসাব:
▪ জোড় × জোড় = জোড়
▪ বিজোড় × জোড় = জোড়
▪ বিজোড় × বিজোড় = বিজোড়

তবে এগুলো মুখস্থ রাখার দরকার নেই। পরীক্ষায় আসলে মনে মনে ধরে নিতে হবে। যেমন, যদি পরীক্ষায় আসে- বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে কী হয়, সেক্ষত্রে মনে মনে বিজোড় সংখ্যা ধরে নিয়ে হিসেব করে দেখলেই হবে। মুখস্থ যত কম করে পারবেন তত আপনার সুবিধা হবে।

এই অংকটির ক্ষেত্রে পরপর চারটি বিজোড় সংখ্যা ধরে নিয়ে গড় করে দেখতে হবে। ধরলাম, ১, ৩, ৫, ৭। এদের গড় করলে হয়- ৪, যা একটি জোড় সংখ্যা। অতএব, পরপর চারটি বিজোড় সংখ্যার গড় করলে সবসময় জোড় সংখ্যা হবে। বোঝার সুবিধার্থে আরো দুএকটি দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।

ধরি কনজিকিউটিভ বা পরপর বিজোড় সংখ্যা চারটি যথাক্রমে ৭, ৯, ১১, ১৩। এই চারটি সংখ্যার গড় = ৪০/৪ =১০, যা একটি জোড় সংখ্যা।


দিব্যেন্দু দ্বীপ লিখিত JoVEN ১০০টি নিয়মের ৫০০টি অংকের বইটি পড়ুন। চাকরির পরীক্ষার কোনো অংক আর আটকাবে না।

Next Post

চলে যেতে চায় সে মুক্তির অজুহাতে

১ এমন জীবনে মনে হয় সব ছেড়ে দিয়ে গিয়ে লেগে থাকি আকাশের গায়। এখানে এখন যা সব ঝড়ো বাতাস, আমার চারিধারে সারাক্ষণ মৃদুমন্দ ভণিতায় বয়। ২ ভুলগুলো গুঞ্জন হয়ে কানে বাজে, বিভৎস ওরা আমাকে বিষন্ন করে রোজ। ৩ চলে যেতে চায় সে মুক্তির অজুহাতে নতুন করে গ্রন্থিত হতে। শেকস্ রাসেল, […]