আগামীকাল শনিবার খোলা থাকবে সরকারি অফিস-আদালত

follow-upnews
0 0

এবারের ঈদ-উল আজহার পূর্বে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা ছিল। এজন্য আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার খোলা থাকবে সকল সরকারি অফিস-আদালত। গত ঈদুল আজাহায় ছুটি ছিল ১২-১৪ সেপ্টেম্বর এর সাথে ১১ সেপ্টেম্বর রবিবার ছুটি দেওয়া হয়েছিল নিবাহী আদেশে।

গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সকল সরকারি অফিস খোলা থাকবে।

এর আগে গত ৭ জুলাই উদযাপিত হয়েছিল ঈদ-উল-ফিতর, ছুটির ঠিক আগে ৪ জুলাই একদিন কর্মদিবস থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।

#ডেস্ক

Next Post

ঝাড়ুদারের চিকিৎসায় ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যু!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ঝাড়ুদারের ‘চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে ওই রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালের জরুরি বিভাগসহ মূল ফটকে হট্টগোলের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বিকেল ৪টার দিকে হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে বিপ্লব মণ্ডল (২৬) নামে এক রোগীর মৃত্যু […]
Dhaka Medical