উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের বিভিন্ন পুজা মন্দিরে কালী পূজা উৎযাপিত

follow-upnews
0 0
শুভ দত্ত সৌরভ, বাগেরহাট

কালিপূজা


বাংলা ১৯ শে কার্তিক, ১৪২৫। ৬ নভেম্বর ২০১৮ ইং এ বাগেরহাটের বিভিন্ন পূজা মন্দিরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কালী পূজা উৎযাপিত হয়েছে। এর মধ্যে বাগেরহাটের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, কাড়াপড়পট্টিতে অবস্থিত রাধেশ্বাম মন্দির, মুনিগঞ্জের গঞ্জেশ্বরী কালী মন্দির, মুনিগঞ্জ মহা শ্মশানের কালী পূজা, নাগেরবাজারের পূজা মন্দির সহ আরও অনেক মন্দির উল্লেখযোগ্য। উক্ত সকল পূজা মন্দিরে সন্ধ্যা থেকে ভক্তিমূলক গান ও রাত ১২ টা থেকে পূজা এবং পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

কালিপূজা আয়োজনে থাকে দীপাবলীতে মোমবাতি প্রজ্জ্বলন, ধর্মীয় আলোচনা, শ্যামাসঙ্গীত, রামযাত্রা, যাত্রাগান, কবিগান, সাংস্কুতিক অনুষ্ঠানসহ নান আয়োজন।  

Next Post

‘কর্মজীবী নারী’ এর মাল্টিস্টেকহোল্ডার স্টিয়ারিং কমিটি গঠনে বাগেরহাট পৌর মেয়রের সাথে মিটিং

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নকল্পে একটি মাল্টি স্টেকহোল্ডার স্টিয়ারিং কমিটি গঠন করতে বাগেরহাট পৌরসভার মাননীয় মেয়র খান হাবিবুর রহমান এবং ওয়ার্ড কমিশনারদের সাথে কর্মজীবী নারীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ সকাল ১১টায় বাগেরহাট পৌরসভায়।  সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর […]
মেয়র, বাগেরহাট

এগুলো পড়তে পারেন