অথৈ অতল // গাজী লতিফ

follow-upnews
0 0

ব্রহ্মাণ্ডের চেয়ে বড়, ক্ষুদ্র এই মন

খামোকাই হতে পারে মন উচাটন

আলগোছে অকারণ

সে যে মানে না বারণ!

 

যে পারে মানাতে বশ সে-ই মহাজন।

 

সাগর তো সামান্যই, কতইবা জল!

দু’চোখের ঝরনাই আদি ও আসল

এ চোখের গভীরতা এতোটাই অথৈ-অতল!

দিনরাত টলমল অবিরল করে ছলছল

 

অথৈ অকূল বলে আমি তার পাই না যে তল…..!


কবি ও সমাজকর্মী
গাজী লতিফ, কবি ও সমাজকর্মী।
Next Post

দত্ত মিষ্টান্ন ভান্ডার: ঐতিহ্যে সেরা, স্বাদে অতুলনীয়

দেশের পুরাতন মিষ্টির দোকানগুলোর মধ্যে একটি গোপালগঞ্জের ‘দত্ত মিষ্টান্ন ভান্ডার’। দোকানটি শুরু করেছিলেন গোপালগঞ্জ নিবাসী সুধীর দত্ত। তিনি একজন মাড়োয়ারি ব্যবসায়ীর কাছ থেকে স্বাধীনতার আগে (পাকিস্তান আমলে) দোকানটি বুঝে নিয়েছিলেন। কোনো নাম ছাড়াই দীর্ঘদিন তিনি গোপালগঞ্জে এখন যেখানে সাবরেজিস্ট্রি অফিশ ওখানে ব্যবসা করেছেন। তখন কিছু মিষ্টি এবং গরুর দুধের চা […]
গোপালগঞ্জ