আমি তোমায় ভালোবাসতে ডাকছি না

follow-upnews
0 0

আমি তোমায় ভালোবাসতে 

ডাকছি না,

আমি তোমায় প্রেমের জন্য

ডাকছি না, 

আমি তোমার কাছে

হাত পাতছি না।

তবুও তুমি আসতে পারো,

আমার সাথে কিছুকাল

মহাশূন্যে ভাসতে পারো।

আমরা একসাথে

যেতে পারি কিছু পথ।

দমবন্ধ করা

যত কথা থাকে জীবনে,

সেসব  কিছু বলতে পারো।

শুনতেও পারো। 

পথ চলতে চলতে

ক্লান্ত হয়ে

যদি হাতে হাত রাখি কখনও,

ভালোবাসা ভেবো না।

পথিকের অকস্মাৎ এরকম

ভালোবাসা গ্রহণ করো না। 

আমরা শুধু

ভাগ করে নিতে পারি,

রাক্ষুসে কিছু দুঃখ,

গ্রোগ্রাসে গিলতে পারি

আমার কষ্ট তুমি

তোমার কষ্ট আমি।

নিবৃত্তি এবং নিষ্কৃতির

নিমিত্তে তা,

তাই বলে

ভালোবাসা দাবী করতে

পারি না আমরা। 

আমরা ভিন্ন, ভীষণ ভিন্ন—

তবু্ একসাথে, কারণ,

এই মুহূর্তে

আমাদের গন্তব্যটা

শুধু অভিন্ন।

আমরা একসাথে

যতটুকু ভালোবাসতে পারি

পথে হঠাৎ সামনে পড়া

একটি হরিণ শিশুকে

কাছে টেনে

নেওয়ার মতো,

নাহ! ওটিকে বাড়িতে

এনে পোষ মানাতে

চাওয়ার মতো

নির্বোধ আমরা নই,

আবার কেটেকুটে

মাংস বানিয়ে

খেতে চাইব

এমন নিষ্ঠুরও নই।

এর বেশি কখনও

আমায় তুমি

ভালোবেসো না।

পথ শেষ হলে

যখন আমরা

চীরতরে

দূরে চলে যাব,

তুমি দুঃখ পেও না।


দিব্যেন্দু দ্বীপের প্রেমের কবিতা সংকলন থেকে সংগৃহীত।
Next Post

আগ্নেয়গিরি // সুকান্ত ভট্টাচার্য

কখনো হঠাৎ মনে হয়ঃ আমি এক আগ্নেয় পাহাড়। শান্তির ছায়া-নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহু দিনের তন্দ্রা। এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রূপে বিদ্ধ করেছ বারংবার আমি পাথরঃ আমি তা সহ্য করেছি।   মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো […]
সুকান্ত ভট্টাচার্য