দিব্যেন্দু দ্বীপ -এর লেখা তিনটি প্রেমেরে কবিতা

follow-upnews
0 0

ভালবাসি, ছটফট করি

তুমি যখন বরণ্যে।

তবুও ভালবাসি

তুমি যখন অরণ্যে।

বুঝি না, তুমি যখন গোপন কর।

শুনি না, তুমি যখন বলে দাও তা।

বলি না, তুমি বদলাও।

শুধু ভালবাসি, ছটফট করি।

আসক্তিতে, ইর্ষায়, বিরহে, বিভ্রান্তিতে

জ্বলে পুড়ে ছারখার।

কখনো হিংস্র, অবশেষে ক্লান্ত।

কাঙ্গাল আমি তবু

তোমার জন্যে হন্যে হয়ে রই।

তুমি জানো না, জানো কি?

আমার সব অহংকার

চুরমার করে ভেঙ্গে পড়ে তোমায় পায়।

তোমায় ভালবাসি

জানো কি কতটুকু তা?

জানো না।


1

Next Post

ওরা আয়ের পাপের প্রায়শ্চিত্য করে যথেচ্ছ ব্যয়ের মধ্য দিয়ে

আজকে ডেইলি স্টার পত্রিকায় একটি খবর রয়েছে। ঢাকা শহরের জীবনযাত্রার ব্যয় এবং কানাডার মন্ট্রির শহরের জীবনযাত্রার ব্যয় একই। কিন্তু জীবনমানে রয়েছে যোজন যোজন ফারাক। ব্রিটিশ ম্যাগাজিন দ্যা ইকোনোমিস্ট-এর তথ্য মতে ঢাকা এবং মন্ট্রিল খরচের দিক থেকে রয়েছে ৭১নম্বরে, অন্যদিকে কানাডার টরেন্টো রয়েছে ৮৮নম্বরে। অর্থাৎ, টরেন্টো শহরের জীবনযাত্রার ব্যয় ঢাকার চেয়ে […]