আজও কিছু বদলায়নি ।। অনুপম শেখর

follow-upnews
0 0
আজও কিছু বদলায়নি।
সারারাত ধরে ফুরোতে থাকে রাত (রোজকার মত)।
তাতে কার কি এসেযায়!
এ তল্লাটে এখন শীতকাল ;
তবু আজও কিছু বদলায়নি।
রোজ ফজরের আযান শেষে শিউলি ঝরে আজও।
পৃথিবী ফর্সা হবে বলে বাদুড়গুলো ডানা ঝাপটায়।
তারপর মোরগের ডাক আর নেড়ি কুকুরগুলোর গোঙ্গানি।
আজও কিছু বদলায়নি।
টিনের চালে শিশিরের টুপটাপ শব্দ মনে করিয়ে দেয়, একটা ছাউনি আছে মাথার উপর।
দিন পোহালে রাত আর রাত পোহালে দিন;
বড্ড একঘেয়ে লাগে জীবনটাকে।
পালাবো পালাবো করেও লেপ্টে আছি জীবনের গায়ে।
আজও কিছু বদলায়নি।
টিকটিকির যেমন লেজ খসে পড়ে, আমিও কাটিয়ে উঠি পিছুটান।
আবারও লেজ গজায় টিকটিকির, আমাকেও আটকে ধরে সংসার।

আজও কিছু বদলায়নি।


অনুপম শেখর, ০৩/০১/২০১৮, বাগেরহাট
Next Post

ঢাবিতে পরকীয়ার জেরে শাস্তিমূলক ব্যবস্থা শুধু নারী শিক্ষকের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের এক সহকারী অধ্যাপকের কক্ষ থেকে ৩০/১২/২০১৭ তারিখে যে নারী প্রভাষককে উদ্ধার করা হয়েছিল, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের ঐ প্রভাষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যে শিক্ষকের কক্ষে তাকে পাওয়া গিয়েছিল, সেই সহকারী অধ্যাপকের […]
ঢাকা বিশ্ববিদ্যালয়