কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও // রবীন্দ্রনাথ ঠাকুর

follow-upnews
1 0

কুসুমে কুসুমে চরণচিহ্ন   দিয়ে যাও, শেষে   দাও মুছে।

ওহে   চঞ্চল, বেলা   না যেতে খেলা   কেন তব যায় ঘুচে॥

চকিত চোখের অশ্রুসজল   বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল–

          কোথা সে পথের শেষ   কোন্‌ সুদূরের দেশ

                   সবাই তোমায় তাই পুছে॥

বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে,   ফুল যবে ফোটে নাই দেখা।

তোমার লগন যায় সে কখন,   মালা গেঁথে আমি রই একা।

“এসো এসো এসো’ আঁখি কয় কেঁদে।   তৃষিত বক্ষ বলে “রাখি বেঁধে’

          যেতে যেতে, ওগো প্রিয়,   কিছু ফেলে রেখে দিয়ো

                   ধরা দিতে যদি নাই রুচে॥

Next Post

নিন্দুকদের জন্য আমার করুণা হয় // হাসিনা খাতুন

আমার প্রয়াত স্বশিক্ষিত বাবা ছোটবেলায় খুব করে বলতেন ভাল মানুষ হতে হলে আগে ভাল নিন্দুক (সমালোচক অর্থে) হও৷ ছোটবেলায় বাবার মুখে শোনা বাণী তোতা পাখির মতো কণ্ঠস্থ করলেও আত্নস্থ বা উপলব্ধি করার সক্ষমতা তখনও হয়ে ওঠেনি ৷ মহান আল্লাহপাকের অপার মহিমায় এখন আমি সেই বাণী মর্মে মর্মে উপলব্ধি করি৷ আজকাল […]
Hasina Khatun