নিন্দুকদের জন্য আমার করুণা হয় // হাসিনা খাতুন

follow-upnews
0 0

আমার প্রয়াত স্বশিক্ষিত বাবা ছোটবেলায় খুব করে বলতেন ভাল মানুষ হতে হলে আগে ভাল নিন্দুক (সমালোচক অর্থে) হও৷ ছোটবেলায় বাবার মুখে শোনা বাণী তোতা পাখির মতো কণ্ঠস্থ করলেও আত্নস্থ বা উপলব্ধি করার সক্ষমতা তখনও হয়ে ওঠেনি ৷ মহান আল্লাহপাকের অপার মহিমায় এখন আমি সেই বাণী মর্মে মর্মে উপলব্ধি করি৷ আজকাল মাঝে মাঝে তাই অদক্ষ নিন্দুকদের নিন্দায় বড্ড অসহিঞ্চু হয়ে উঠি৷ মন চায় নিন্দুকদের জন্য কিছু ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করি, তা যখন পারি না তখন মনে মনে, আবার কখনও বা মিষ্টি হেসে কড়া কিছু জবাব দিই—

১. এই যেমন নিন্দুকগণ বলেন আপা/ ম্যাডাম/ দোস্ত, কবে নতুন কোনো খবর দিবা?
আমার খুব বলতে ইচ্ছে করে ব্যাডা, আমি কি বিবিসি/এনটিভি/ বিটিভি/ ব্লা ব্লা ব্লা যে রোজ রোজ সাইজা গুইজা তোর সামনে সুললিত কণ্ঠে নতুন নতুন খবর পরিবেশন করুন?

২. দোস্ত/ ম্যাডাম/ আপা অনেক সময় গেছে, আর কবে বিয়ে-থা করবেন?
আমি খুব মধুর কণ্ঠে বলি ভাইরে/বন্ধুরে আল্লাহ আমার কপালে একখান বিয়া লেখে নাই, তোর কপালে যেন ডজন খানেক লিখে রাখে!

৩. কয়েক দিন আগে এক আ( ইন্ডিয়ান) চুল দেখলাম লিখছে, রেলওয়ের অফিসারগণ নাকি হিজড়াদের নিকট থেকে কমিশন খায়, তাই তাদের চাঁদাবাজি প্রতিহত করে না! আমি বলি, ভাই, আপনি কি সেই কমিশন সংগ্রহের দালাল? যে কিনা চাঁদার নির্ধারিত অংশ অফিসারদের দপ্তরে পৌঁছিয়ে দেন?

৪. গতকাল এজিএম-পশ্চিমের অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে একজন বলেন, আপনার ১১-০১২৬ নম্বর গাড়িটা কাল সকালে আমাদের অফিসে পাঠিয়ে দিয়েন৷ আমি “সরি কে বলছেন প্লিজ” বলার পরে জানান, “আমি ডিসি অফিস থেকে নাজির বলছি৷” আমি স্মিথ হেসে বললাম আপনি উজির, নাজির বা রাজশাহী মহানগরীর শীর্ষ সন্ত্রাসী যেই হন না কেন আমার কাছে এই মোবাইল ফোনে তো গাড়ি চাইতে পারেন না! প্রয়োজনে পত্র দিন৷ এরপর চারটা পয়তাল্লিশে একটা পত্র পাই এবং গাড়ি পাঠানোর ব্যবস্থা করি৷ যারা আমাদের ম্যানার, এটিকেট শিক্ষার গুরু, নিজে ফোন দেয়ার মত তাদের যথেষ্ট সময় না থাকলেও নাজির মহাশয় কে অন্তত টেলিফোন করার আগে বলে দিতে পারেন, যাকে ফোন দিচ্ছেন সেও কিন্তু একজন অফিসার৷

কোনো ব্যক্তি বিশেষের সমালোচনা করা আমার লক্ষ্য নয়, কেবল এ জাতির মনস্তাত্বিক বিকলাঙ্গতায় আমার মনে যে ক্ষতের সৃষ্টি হয়, তা দূর করার জন্য এই বিক্ষুব্ধ অভিব্যক্তি৷


Hasina Khatun

Assistant General Manager/West,

from 31st bcs at Bangladesh Railway (BR)

Next Post

“এহেন কোনো অপকর্ম নেই যা সৌদি রাজ পরিবারে হয় না”

দুর্নীতির দায়ে সম্প্রতি আটক হওয়া সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের স্ত্রী আমিরা বিনতে আইডেন বিন নায়েফ সম্প্রতি রাজ পরিবারের অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন। আমিরা অবশ্য তালালের সাবেক স্ত্রী, যুবরাজের কর্মকাণ্ডের কারণে আগেই সম্পর্ক ত্যাগ করেছেন। আমিরা জানিয়েছেন, সৌদি পরিবারকে বাইরে থেকে যতোটা ভদ্র ও ধর্মভীরু বলে মনে হয়, […]
সৌদি রাজ পরিবার