Headlines

পড়ুন প্লাবন ইমদাদের কবিতা

Plaban Imdad

একদিন জামালপুর যামুগা রেলের ছাদে চাইপা,

হালার ফালাইয়া থুইয়া এই সোনামোড়া জীবন।

একদিন বাদামের খোসা উড়াইয়া দিয়া বাতাসে

আমি কমু,

তুমরা সক্কলে মিছা কতা কইছ আমার লগে।

একদিন তোমাগো আলগা পিরিতের পালগা মলমে

ছ্যাপ দিয়া কমু,

মিয়া অফ যাও যত মিছা কতা …


প্লাবন ইমদাদ  প্লাবন ইমদাদ

কবি

নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা জেলা প্রশাসন