অদৃষ্টের কাব্য ।। সোহরাব রুস্তম

follow-upnews
0 0

না পাওয়ার বেদনা তবু সয়,

বিচ্ছেদ কখনো মিলনের কথা কয়,

বিরহের মাঝেও সুখ সুপ্ত রয়।

পাওয়ার আনন্দ হয়ে যায় লয়,

যদি থাকে দ্বিধা সংশয়,

পেয়ে হারানোর ভয়।

বিজয়ী হতে কখনো হেরে যেতে হয়,

জয়ী সর্বদা বিজয়ী নয়,

জিতে গিয়েও হতে পারে পরাজয়।

চোখের আড়াল মনের আড়াল নয়,

কিছু মুখ অমলিন হয়,

ছুঁতে পারে না তায় সর্বগ্রাসী সময়।

কিছু স্বপ্ন পূরণ হবার নয়,

তবুও তা হৃদয়ে অক্ষয়-অব্যয়,

ফুরোবে সেদিন, যেদিন হবে প্রাণক্ষয়।

কিছু ব্যথা ভুলবার নয়,

দিবা-নিশি জোয়ার ভাটা বয়।

বাড়ে কমে সময় অসময়

দগদগে ক্ষত নিয়ে মানুষ তবু বেঁচে রয়।


সোহরাব রুস্তম

বি.এস.এস (সম্মান), এম.এস.এস

ঢাকা বিশ্ববিদ্যালয়।

মোবাইল নং ০১৭২ ৩৫ ৩৩৭০৫

Next Post

রোগী-চিকিৎসক সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

রোগী ও চিকিৎসক উভয় পক্ষের সুরক্ষার জন্য আইনের খসড়া চূড়ান্ত করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী সাত কর্ম দিবসের মধ্যে আইনটি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭/০১/২০১৮) সচিবালয়ে স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন-সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন। কমিটিতে […]
মোহাম্মদ নাসিম