তোমার বিশ্বাসে বধ হই আমিও

follow-upnews
0 0

জীবনবোধে ক্লান্ত আমি বারে বারে

সামলে নিয়েছি নিজেকে,

ওষ্ঠের সুঘ্রাণ, অস্ফুট নিশ্চিত আহ্বান

এড়িয়েছি অসমার্থ লুকাতে।

ওরা ভেবে নিয়েছে সন্যাসব্রত!

ষাষ্ঠাঙ্গে শায়িত

সুনিপুন তিলকধারী বৈষ্ঠমীর

সাক্ষাৎ পেয়েছি জীবন পথের

মোড় পেরোতে, তবু বৈষ্ণব হইনি কোনোদিন;

মানুষকে ভালোবেসে

রয়ে গিয়েছি আমৃত্যু মিছিলে।

অযুত নিযুত হৃদকম্পন থামিয়েছি

নিষিদ্ধ নিকোটিনে,

এভাবে ফিরে ফিরে এসেছি

অবশেষে মানুষের রণাঙ্গনে।

তোমাদের মৌলিক দুঃখ নিবারণ করে

আজ ওরাই,

যারা আরও দুঃখ বানিয়ে চাপিয়ে দিয়েছে

মানুষের গায়।

ওরা কেড়ে নিয়েছে সকলই,

যারা আজ অভিজাত হয়,

সকল অভিজ্ঞান প্রস্তাব করে

তোমাদের সম্ভোগে ভোলায়।

দস্যুবৃত্তির ভাগিদার তুমিও কি তাই নও প্রিয়?

তোমার বিশ্বাসে বধ হই আমিও রোজ,

তবু ভিন্ন হই পথ নির্ধারণে।


দিব্যেন্দু দ্বীপ

 

Next Post

অদৃষ্টের কাব্য ।। সোহরাব রুস্তম

না পাওয়ার বেদনা তবু সয়, বিচ্ছেদ কখনো মিলনের কথা কয়, বিরহের মাঝেও সুখ সুপ্ত রয়। পাওয়ার আনন্দ হয়ে যায় লয়, যদি থাকে দ্বিধা সংশয়, পেয়ে হারানোর ভয়। বিজয়ী হতে কখনো হেরে যেতে হয়, জয়ী সর্বদা বিজয়ী নয়, জিতে গিয়েও হতে পারে পরাজয়। চোখের আড়াল মনের আড়াল নয়, কিছু মুখ অমলিন […]
Sohrab Rustom