Headlines

সিংহের ডেরায় লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

1

ঘটনাটি ঘটেছে চিলির রাজধানী সান্তিয়াগো মেট্রোপলিটন চিড়িয়াখানায়। জনৈক যুবক বেড়া ডিঙ্গিয়ে সিংহের ডেরায় লাফিয়ে পড়ে। সিংহের সামনে পড়ার আগে সে জামা-কাপড় খুলে উলঙ্গ হয়।

2

কাছে পাওয়ার সাথে সাথে সিংহরা তাকে নিয়ে খেলতে শুরু করে এবং আঁচড়ে ক্ষতবিক্ষত করতে থাকে। লোকটিকে বাঁচাতে চিড়িয়াখানার প্রহরীরা গুলি করে তৎক্ষণাত। দুটো সিংহ মেরে ফেলে। ঘটনাটি ঘটেছে গতকাল, ২১মে। প্রহরীরা বলেছে, মানুষের জীবন বাঁচানোর বিষয়টি আমাদের কাছে সর্বাধিক গুরুত্ব পায়, সেক্ষেত্রে গুলি করে দুটো সিংহ মেরে ফেলা ছাড়া কোনো বিকল্প ছিল না। চিড়িয়াখানায় শত শত দর্শনার্থীরা সামনে ঘটনাটি ঘটেছে।

পরে জানা যায় বিশ বছরের ঐ যুবক বিষন্নতায় ভুগছিলেন এবং সম্ভবত আত্মহত্যা করতে সিংহের ডেরায় লাফ দিয়েছিলেন। তবে এখনো বিষয়টিতে পূর্ণ তদন্ত শেষ হয়নি।

4