ছোটগল্প: মেয়েটি
ফিরে তাকালো মেয়েটি… হাত ইশারায় বলল পিছু পিছু চলেন। খুব বেশি রাত হয়নি তখনও। ১০টার একটু বেশি। যেখানে মেয়েটি দাঁড়িয়ে ছিল সেখানে আরও কিছু মেয়ে ছিল। এই মেয়েটাকে আমার সবার থেকে একটু ভিন্ন মনে হচ্ছে, মনে হচ্ছে সে একটু আলাদা স্বভাবের। আমার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুতভাবে তাকাচ্ছে নীল রংয়ের ওড়না পরা মেয়েটি। আড়চোখে তাকালাম…