Bank Job Recruitment Preparation: English Suggestion

follow-upnews
0 0

1. The synonym of ‘notion’ is:

ক. truth              খ. impression            গ. faith                ঘ. fact                 ঙ. actually

ব্যাখ্যা:  Notion – ধারণা, মনের ভাব, মতো; Truth – সত্য, Impression – ধারণা, আভাস; Faith – বিশ্বাস; Fact – বাস্তব ঘটনা; Actually – বস্তুত, প্রকৃতপক্ষে| সুতরাং Notion -এর Synonym হচ্ছে Impression|

2. The antonym of ‘native’ is:

ক. local             খ. congenial        গ. intrinsic          ঘ. inborn             ঙ. alien

ব্যাখ্যা:  Native – দেশে উৎপন্ন, দেশীয়, স্থানীয়; Local – স্থানীয়; Congenial – সহানভূতিশীল; Intrinsic – স্বাভাবিক; Alien – বিদেশী; Inborn – সহজাত, স্বাভাবিক| সুতরাং Native-এর Antonym হলো Alien|

3. The synonym of ‘reprimand’ is:

. assume               খ. rebuke            গ. reward            ঘ. revive             ঙ. remand

ব্যাখ্যা:  Reprimand – কঠোর ভৎর্সনা; Assume – গ্রহণ করা; Rebuke – কঠোর নিন্দা করা; reward – পুরস্কার; Revive – জীবিত করা; Remand – অতিরিক্ত প্রমাণাদি সংগ্রহের জন্য (আদালত হতে) পুলিশের কাছে পাঠানো; অতএব, Reprimand-এর Synonym হলো Rebuke.

4. The antonym of ‘preserve’ is:

ক. protect          খ. secure             গ. measure          ঘ. defend            ঙ. ruin

ব্যাখ্যা:  Preserve – সংরক্ষণ করা; Protect – প্রতিরোধ করা; Secure – নিরাপদ; Measure – পরিমাপ করা; Defend – রক্ষা করা; Ruin – বিনাশ করা, ধ্বংশ করা। সুতরাং Preserve এর Antonym হলো Ruin|

5. Which alternative best represents the underlined portion of the sentence (Questions 5 to 8): He is the black sheep of the society.

ক. gentle animal                    খ. winner            গ. bad character  ঘ. Lazy boy           ঙ. strange man

ব্যাখ্যা:  Black sheep-এর অর্থ বংশের কলঙ্ক, কুলাঙ্গার, যা bad character বুঝায়।

6. He kept his master in the dark for a long time.

ক. In closed doors                        খ. In a place without light

গ. in a cool place                          ঘ. in ignorance                            ঙ. In an exciting place.

ব্যাখ্যা: In the dark: to keep something secret and not tell people about it. অন্যদিকে in ignorance: a lack of knowledge or information about something. সুতরাং Answer হলো in ignorance|

7. Do not get upset about trivial matters.

ক. Unexpected  খ. unimportant    গ. unusual           ঘ. uncertain        ঙ. unsure

ব্যাখ্যা: Trivial – তুচ্ছ বা নগন্য, not important; Unexpected – অপ্রত্যাশিত; Unimportant – not important, গুরুত্বহীন; Unusual – অস্বাভাবিক; Uncertain – অনিশ্চিত; Unsure – অনিশ্চিত। অর্থানুসারে (b) সঠিক।

8. Municipal taxes are based on an estimate of the value of one’s property.

ক. an appraisal           খ. a forecast        গ. a prediction    ঘ. an outline       ঙ. a projection

ব্যাখ্যা: an estimate of the value – কোনো কিছুর মূল্য নিরূপণ বা নির্ধারণ। Appraisal – মূল্যায়ন বা মূল্য নিরূপণ; Forecast – পূর্বাভাষ দেওয়া বা ভবিষ্যদ্বাণী করা; Prediction – পূর্বাভাষ; Outline – আকার বা সীমানা বা সীমানা চিহ্নিত রেখা, কোনো কিছুর রূপরেখা প্রদান; Projection – কোনো কিছুর জন্য পূর্ব ধারণা তৈরি| সুতরাং an estimate of the value এবং an appraisal পরস্পর সমার্থক।

9. The correct spelling is:

ক. pharmaceutical                         খ. pharmaceuticle

গ. pharmacitical                            ঘ. farmicitical                               ঙ. farmaceutical

10. What does ‘doctrine’ mean?

ক. adept            খ. counterfeit      গ. brief               ঘ. scorn              ঙ. principle

ব্যাখ্যা: Doctrine – মতবাদ বা নীতি; Adept – সুদক্ষ, কুশলী; Counterfeit – কৃত্রিম, নকল; Brief – সংক্ষিপ্ত; Scorn – তিরস্কার, অবজ্ঞা, ‍ঘৃণা করা; Principle – মূলনীতি, মূলতত্ত্ব, দৃঢ়বিশ্বাস। সুতরাং Doctrine ও Principle শব্দ দুটি সমার্থক।

Choose the pair that best expresses the relationship similar to the first pair.( Questions 11 to 12):

11. Antenna : Signal

ক. Net : Fish                                 খ. Bread : Food

গ. Story : Reporter                        ঘ. TV : Sound                                ঙ. Telegram : Sender

ব্যাখ্যা: Antenna দিয়ে Signal ধরা হয় এবং Net দিয়ে Fish ধরা হয়।

12. Little : Big

 ক. Easy : Simple                             খ. Quiet : Serene

গ. Good : Better                              ঘ. Tiny : Huge                                  ঙ. Plain : Ugly

ব্যাখ্যা: Little – ছোট; Big – বড়| Easy – সহজ; Simple – সহজ| Quiet – শান্ত; Serene – স্থির| Good – ভাল; Better – অধিকতর ভাল। Tiny – ক্ষুদ্র, সামান্য; Huge – বিশাল, বৃহৎ। Plain – সাদামাটা, সমতল; Ugly – কুৎসিত, বিশ্রী| সুতরাং Little ও Big শব্দ দুটি যেমন বিপরীতার্থক ঠিক তেমনি Tiny ও Huge শব্দ দুটি বিপরীতার্থক।

Fill in the blanks : Questions (13 to 20)

13. Lucky is to fortunate as weak is to

ক. humble         খ. obsolete          গ. legitimate        ঘ. fragile             ঙ. confused

ব্যাখ্যা: Lucky I Fortunate – সৌভাগ্য; Humble – বিনয়, নম্র; Obsolete – পুরাতন, অপ্রচলিত; Legitimate – আইনসঙ্গত, বৈধ; Fragile – ভঙ্গুর; Confused – দ্বিধান্বিত| সুতরাং Lucky ও Fortunate এর ন্যাং Weak এবং Fragile শব্দ দুটি Synonymous.

14. The invigilator made us our identity card at the test center.

ক. Showing       খ. show               গ. showed           ঘ. to show           ঙ. to showing

ব্যাখ্যা: Make, help, let -এই causative verb গুলোর পরে ব্যক্তিবাচক object বসলে verb-এর base form বসে। এখানে Made-এর পর ব্যক্তিবাচক object us থাকায় সঠিক উত্তর হবে Show।

15. For an investor who money, silver or bond are good options.

ক. has so little a খ. has very little  গ. has so few      ঘ. has very few   ঙ. have very few

ব্যাখ্যা: Investor, Singular Person হওয়ায় has এবং কম টাকা বুঝাতে very little ব্যবহৃত হবে।

16. One should be careful about — duty.

ক. his                খ. her                  গ. one’s               ঘ. the                  ঙ. one’s

ব্যাখ্যা: One-এর possessive case হলো one’s| বাক্যটির শূন্যস্থানে Subject (one)-এর Possessive Case বসাতে হবে। তাই সঠিক উত্তর One’s।

17. — of this room will be sold.

ক. The possession                        খ. The position

গ. Position                                    ঘ. A possession                             ঙ. a position

ব্যাখ্যা: Sentence টিতে ‘this room’ শব্দদ্বয় দ্বারা নির্দিষ্ট একটি কক্ষ বুঝানো হয়েছে এবং sentence টি দ্বারা বুঝাতে চাওয়া হয়েছে- ‘এই সত্ত্ব বিক্রয় করা হবে।’ যেহেতু নির্দিষ্ট করে বুঝনো হলে the বসে সেহেতু ‘The possession’ বসবে|

18. While you in the garden, someone arrived at home.

ক. were working                           খ. had worked

গ. work                                           ঘ. will work                             ঙ. will be working

ব্যাখ্যা: ‘While’ -এর ঠিক পরে subject থাকলে অতীতের ক্ষেত্রে past continuous tense হয়। তেমনি অতীতের দুটি সমসাময়িক ঘটনা while/when/as দ্বারা যুক্ত হলে while/when/as যুক্ত অংশটি past continuous tens হয়, অপর অংশে হয় past indefinite tense। তাই এখানে were working হবে।

19. Plagiarism is —.

ক. the art of writing                      খ. the science of human thoughts and reading minds

গ. the art of politics                      ঘ. the philosophy of existence

ঙ. stealing someone else’s ideas and passing them off as one’s own

ব্যাখ্যা: Plagiarism অর্থ কুম্ভিলকবৃত্তি, অন্যের লেখা চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া। উত্তর: ঙ

20. We wouldn’t mind .

ক. wait                                         খ. to waiting

গ. to have waited                          ঘ. waiting                           ঙ. waited

ব্যাখ্যা: admit, avoid, enjoy, feel, like, mind, suggest, postpone প্রভৃতি verb গুলোর পরে কোনো verb বসলে তার সাথে ing যুক্ত হয়।


by Q&C Research

Next Post

এ সপ্তাহের সেরা ফেসবুক স্ট্যাটাস: “মন্দিরের চেয়ে টয়লেট গুরুত্বপূর্ণ”

ভারতের ৬৪ শতাংশ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে বিশ্বরেকর্ড করেছে। সেজন্য ভারতের গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জয়রাম রমেশ দুঃখ প্রকাশ করে উপরিউক্ত মন্তব্য করেন (বাংলাদেশ প্রতিদিন, ৯,অক্টোবর,২০১০)। ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল তার বক্তব্যে কয়দিন খুব হৈ চৈ করছিল। কিন্তু তারা মন্ত্রীর প্রাণনাশের চেষ্টা করেছে এরকম ঘটনা শোনা যায়নি। বাংলাদেশেও […]
Toilet

এগুলো পড়তে পারেন