
একাত্তরের চিত্রকল্প // হাসান মাহমুদ
পূবের দিকে মিষ্টি মধুর এক মায়াময় দেশ ছিল, চাষী, কামার-কুমোর জেলে, তাঁতি সেথায় বেশ ছিল। বারো মাসের তেরো পার্বণ, টাক ডুমাডুম ঢাক ছিল, লক্ষ বনলতা সেনের চোখে নীড়ের ডাক ছিল। কদম-কেয়া, শাপলা-শালুক, দোয়েল-কোয়েল শিস্ ছিল, জামাত নামে ওৎ পাতা এক কালনাগিনীর বিষ ছিল। পাক নামে এক ঠকবাজদের দেশ বানাবার হাঁক ছিল, পাকের ভেতর নাপাক কিছু…