
তোমরা নাকি জন্ম দাও যুদ্ধে জয়ী হতে!
দুর্বৃত্তের সর্দার শুনেছি তোমরা নাকি জন্ম দাও যুদ্ধে জয়ী হতে! অবশেষে দেখেছিও। শুনেছি বৌদ্ধ ধর্ম নাকি পিঁপড়াও মারে না, ধর্ম মারে না, ধার্মিক যে মারছে? ধিক! ধিক ধর্ম! ধিক তোমাকে! ধিক আমাকেও! এই তোমরা ঈশ্বর মানো, তবে কি ঈশ্বর তোমাদের নির্দেশদাতা? তবে কি ঈশ্বরই আজ দুর্বৃত্তের প্রধান সর্দার? তুমি শুধু নারী বিশ্বাস করো প্রিয়তম, আমি…