CO2 কি জ্বালানীতে পরিণত হবে?
টেনেসিতে বিজ্ঞানীদের দল অনেকটা দুর্ঘটনাবশতঃই কার্বন ডাইঅক্সাইডকে (CO2) ইথানলে রূপান্তরিত করেছেন। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরীর ডিপার্টমেন্ট অব এনার্জিতে কর্মরত গবেষকগণ CO2 এর মধ্যে কার্বন ও তামার ‘ন্যানো কাঁটা’ জাতীয় বস্তু যুক্ত করে একে ইথানলজাতীয় অ্যালকোহলে পরিণত করেন। এই অ্যালকোহল পানীয় ইত্যাদিতে ব্যবহৃত হয়। ইথানল জ্বালানীর উপাদান হিসেবেও ব্যবহৃত হয়। ব্রাজিলে ব্যবহৃত জ্বালানী তেলের ২৫ শতাংশই…