ফিরে এসো বাংলাদেশ / তানভীর মুহাম্মদ ত্বকী
তাঁরা বেঁচে আছে স্বাধীনতার ৪১ বছর পরেও একটি নতুন যুগ, একটি নতুন সময়, যেখানে ঘৃণা অপমান নেই সেই সব জীবন যেখানে উন্মত্ত হবে না কেউ কাউকে হত্যার জিঘাংসায়, অমঙ্গল অকল্যাণ ঠাঁই নেবে না কারো চিন্তায় সমতার সমাজ হবে, সবারই আদর্শ হবে বাংলাদেশের সেইসব সন্তান যাঁরা যুদ্ধের ডাক দিয়েি লো, যাঁরা…
