
জয় বাংলা! -হাসান মাহমুদ
আমি গ্রাম-বাংলার গর্বিত সন্তান! আমাদের মাতৃভূমি একটা বাগান। আজ দেশ সমস্যাসংকুল কিন্তু তাকান শেকড়ের দিকে, তাকান ভবিষ্যতের দিকে। এই প্রাকৃতিক আইন ভাঙার সাধ্য কারো নেই। বাগান হোক না শত, ঝড়ে ক্ষত বিক্ষত – নামহীন কোনো ফুল ফুটবেই, দূর দুরান্ত থেকে, যুগ যুগান্ত থেকে – কলিতে অলিরা এসে জুটবেই! তীক্ষ্ণ খরার পরে, খালবিল নদী ভরে…