অলভ্য ঘোষের কবিতা
বোধোদয় নৈস্বর্গলোক থেকে নেমে আসা আমি কোন দেব দূত নই সুজাতা! রক্ত মাংসের মানুষ। বোধি বৃক্ষ নিচে এই উপল বেদীর আসনে ভেব না জয় করেছি সব ; কামনা বাসনা, ক্ষুধা-তৃষ্ণা, রাগ- দ্বেষ – হিংসা মানুষের যতো জড়তা শরীরে। ভেব না আমি সমাধি চাইছি। মুক্তির পথে সর্বস্ব ত্যাগী। ভিক্ষা পাত্র রেখেছি সাথে। মানুষের আদিম প্রবৃত্তি গুলো…