আমি একা ছদ্মবেশে ঘুরি দেশে বিদেশে
১ প্রিয়তম, সাত দিনের ছুটি মিলেছে আমার, জীবন গাড়ি নিয়ে ছুটে আসব তোমার কাছে আবার। স্ত্রী-পুত্র-পরিবার, আমাতে ওদের রোজ অধিকার, পাবার, না পাবার। তুমি শুধু প্রেমের, পূর্ণতার। ২ প্রিয়তম, সময় যে মেলে না, তুমি এখনো এলে না! অবশেষে আমি একা ছদ্মবেশে ঘুরি দেশে বিদেশে। প্রেমের ক্ষুধা মেটে কি নেশার ঘোরে? ভুলতে গিয়ে ভুল করে ফিরি…
