কণ্ঠ তোমার ! -ফতেমোল্লা
কণ্ঠ তোমার সুকণ্ঠী এক ময়ুরকণ্ঠী রাতের নীল, অঝোর ঝরা বাদল রাতে রবীন্দ্র কাব্যের মিছিল। কণ্ঠ তোমার ঝড়ের পরে আম কুড়োনোর হট্টগোল গভীর রাতে দূর নদীতে জোয়ার আসার অট্টরোল ! কণ্ঠ তোমার মির্জা গালিব, তাজমহলের আগ্রাতে, হাফিজ-রুমী আর খৈয়াম তাজমহলের মাঝরাতে। কণ্ঠ তোমার জীবনানন্দ, উড়ুক্কু সেই এতিম চিল, শ্রাবণ রাতে মেঘ মল্লার, সা-রে-মা-পা-নি’র মিছিল !! কণ্ঠ…
