মর্মান্তিক বিমান দুর্ঘটনার শিকার ব্রাজিলের চ্যাপকোয়েনসে ক্লাবের ফুরটবলার এবং অন্যান্যদের জন্য সমবেদনা
বিএই ১৪৬ বিমানটি দুর্ঘটনার শিকার হওয়ায় ৭৫ জন মারা গেছেন। বিমানটি ব্রাজিলের একটি ফুটবল ক্লাব চ্যাপকোনেসের খেলোয়ারসহ অন্যান্য আরো ফুটবলারদের নিয়ে একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কলম্বিয়ার মেডলিন যাচ্ছিল। বিমানটিতে ৭২ জন খেলোয়াড় এবং পাইলট মিলিয়ে মোট ৮১জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ছয় জন বেঁচে গিয়েছে, যাদের মধ্যে অন্তত দুইজন খেলোয়াড়। ব্রাজিল থেকে যাত্রা করার…
