
“পাঠক ফোরামের দায়িত্ব কী”
কর্তৃপক্ষ বিশ্বাস করে দায়িত্বশীল লেখা প্রকাশের পাশাপাশি পাঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দেওয়া, এবং জনগণের মধ্যে ইতিবাচক মনস্তত্ব গঠনে সহযোগিতা করাও আধুনিক গণমাধ্যমের কাজ। জনগণের পিছু নেওয়াই শুধু আধুনিক গণমাধ্যমের কাজ নয়। অনেকেই জানতে চেয়েছেন, follow-upnews.com এর পাঠক ফোরামের দায়িত্ব কী? পাঠক তো যে কেউ হতে পারে, পত্রিকা কে পড়ছে তা তো আর জানা সম্ভব…