সত্য শুধু অটুট থাকে ভালবাসায়

follow-upnews
0 0

প্রিয়তম,

তুমি ছাড়া এত আপন কে আছে বলো,

যাকে বলব আমার অন্যায় যত?

তুমি কি জানো না, দেখনি কি কোনো বৃন্দাবন?

কৃষ্ণের কথা শোনোনি কভু, যে আমাদের প্রভু?

বলতে মানা কে ছিল ঈসা-মুসা-হযরত।

কত কিছু মেশে তাতে,

অবশেষে লোকে দেখে পোক্ত সে ইমারত।

প্রিয়তম, প্রেম ঠকায় ধর্ম ঠকায়,

সত্য শুধু অটুট থাকে ভালবাসায়।

 

 

 

 

 

 

 

প্রিয়তম,

মহাকাশে তাকিয়ে থাকা মানে

আসলে কি তা শূন্য নয়?

শূন্য হতে আসে বৃষ্টি-বিজলি,

আরো আসে মহাবিস্ময়।  

চমকিত মেঘে সকলে সচকিত চায়,

আমার প্রিয়ার দুর্লভ দেহ

বৃদ্ধের হৃদয়েও কিছু কামনা জাগায়।  


দিব্যেন্দু দ্বীপ

Next Post

সাঁওতাল উচ্ছেদ হলেও এমপির ১৫ পুকুর অক্ষত : নির্মূল কমিটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমি থেকে সাঁওতালদেরকে উচ্ছেদের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলার চেয়ারম্যান আবদুল লতিফ হাত আছে বলে অভিযোগ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তারা জানায়, সাঁওতালদের উচ্ছেদ করা হলেও চিনিকলের ওই এলাকায় জায়গায় সংসদ সদস্যের ১৫টি পুকুর রয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে […]