
নিয়তি // বিক্রম আদিত্য
নিয়তি খালের ওপারে একা দাঁড়িয়ে থাকা বুড়ো কাঁঠালগাছটা সাক্ষী- পাখিরাও যখন গাছটির শাখায় সুখের ঘর বেঁধে পারেনি, এক জোড়া নাবালক-নাবালিকা গাছটির ছায়ায় সুখের সময় কাটিয়েছিল। এক এক দিন কোনো কথা হতো না, নিরব কাঁঠালগাছটার মতোই চুপচাপ তারা চেয়ে থাকত একে অপরের দিকে। মাঝে মাঝে এতো কথা হতো যে, নির্জন খালের পাড়টাকে আর নির্জন মনে হতো…