মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

follow-upnews
0 0

কুমিল্লার চান্দিনায়  মাদ্রাসায় শিক্ষকের বেত্রাঘাতে ওবায়েদ উল্লাহ (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সিঙ্গাড্ডা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী ওবায়েদ উল্লাহর পিতার নাম লুৎফুর রহমান। শিশুটি সিঙ্গাড্ডা দারুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র ছিল। ঘাতক শাহিন আহমেদ ঐ মাদ্রাসার হেফজ শাখার শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ওয়াবদুল্লাহ দুষ্টুমি করলে অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার রাতে কওমী মাদ্রাসার ঐ শিক্ষক শাহিন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। এতে ছেলেটি অচেতন হয়ে পড়ে। আহতাবস্থায় তাকে নবাবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতেই তার চিকিৎসা চলছিল। সোমবার রাত আটটার দিকে অবস্থার অবনতি হলে বাড়ি থেকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয় শিশুটির।

নাম প্রকাশ না করা শর্তে মাদ্রাসার একাধিক ছাত্র জানান, শিক্ষক শাহিন মাদ্রাসায় থাকা ছাত্রদের উপর প্রায়ই বলাৎকার এবং নির্যাতন করে। ওবায়েদ উল্লাহকেও সে শিকার বানানোর চেষ্টা করেছিল, বিষয়টি ওবায়েদুল্লাহ অন্য ছাত্রদের কাছে প্রকাশ করলে হেফজ শিক্ষক শাহিন ক্ষিপ্ত হয়ে উঠে তাকে এলোপাতাড়ি মারধর করে।

এদিকে শিক্ষার্থী ওবায়েদ উল্লাহর মৃত্যুর পর বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে ওই এলাকার কতিপয় স্বার্থান্বেসী মহল।

মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান জানান, নিহত শিক্ষার্থীর বাবা ঢাকায় চাকুরি করেন। তিনি মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।


সূত্র: ইত্তেফাক, সিলেটটুডে
Next Post

যে ছবিগুলো ফেসবুকে এখন ভাইরাল

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশজুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। উৎসর্গের নামে এই উৎসবের অন্যতম অনুসঙ্গ পশু কোরবানি। “আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি দিয়ে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা।” তবে কেউ কেউ এমন সব রক্তাক্ত ছবি ফেসবুকে পোস্ট করেছে যা দেখে গা শিউরে ওঠে। এসব বিকৃতির সমালোচনা করছেন ফেসবুক ব্যবহারকারীরা। উপরের ছবিতে […]