আইএসআই সম্পর্কে যে পাঁচটি তথ্য সম্ভবত আপনি জানেন না
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টালিজেন্স সম্পর্কে বহু মিথ ছড়িয়ে আছে। তার ক’টা ঠিক, আর ক’টা ভুল, বোঝা কঠিন। রইল ৫টি বাস্তব তথ্য। পাকিস্তানের গুপ্তচর সংস্থার লোকেরা নাকি বাংলাদেশের অলিতেগলিতে ছেয়ে গিয়েছে। এমন মিথ থেকে শুরু করে একাধিক কল্পকাহিনী রয়েছে আইএসআই-কে ঘিরে। কিন্তু বাস্তবতা কী বলছে? রইল পাঁচটি তথ্যঃ ১. ১৯৪৮ সালে স্থাপিত…