
বুলগেরিয়ায় বোরকা নিষিদ্ধ
ফ্রান্স ও নেদারল্যান্ডের পর এবার বোরখা ও নেকাব নিষিদ্ধ করল বুলগেরিয়া সরকার। গত বুধবার দেশটির সংসদে বিপুল ভোটে পাস হয়েছে বোরখা-নেকাব নিষিদ্ধ সংক্রান্ত আইন। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বুলগেরিয়ার সংসদের ১১৬ জন সাংসদের মধ্যে ১০৮জন এই আইনের পক্ষে ভোট দিয়েছেন। খবরে বলা হয়েছে, অফিস, স্কুল ও জনসম্মুখে মুখমণ্ডল পুরোপুরি বা আংশিক ঢেকে…