মীর কাসেমের সম্পদ জব্দ করা হবে

follow-upnews
0 0

মীর কাসেমের সম্পদ

বিচার ঠেকাতে আড়াই মিলিয়ন ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করেছিলেন মীর কাসেম। এ ব্যাপারে তথ্য-প্রমাণ আছে এবং সেগুলো আদালতেও উপস্থাপন করা হয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার ঠেকানো, লবিস্ট নিয়োগের ব্যাপারে তথ্য-প্রমাণগুলো যখন আদালতের কাছে দেওয়া হলো তখন মীর কাসেমের পক্ষ্যের আইনজীবীরা এই তথ্য-প্রমাণগুলো মিথ্যা বলতে পারেন নি। এছাড়া তার যে বিপুল সম্পদ রয়েছে সেটা জব্দ করা যেতে পারে।

অন্যদিকে, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দ-িতদের সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবিও রয়েছে। একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটা করতে হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের বিষয়ে আন্তর্জাতিক মানদ- বজায় রেখে পর্যাপ্তসংখ্যক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সাজা প্রদান করেছে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর তাদের সাজা কার্যকর হচ্ছে। যুদ্ধাপরাধী হিসেবে দ-প্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে দাবি উঠছে। আমরা এসব দাবি পর্যালোচনা করে দেখছি। যুদ্ধাপরাধীদের বিষয়ে আদালতের রায় ও বিদ্যমান আইন আমরা খতিয়ে দেখছি।’

 

Next Post

মশুর ডাল দিয়ে পুঁই শাক

যা যা লাগবে মসুর ডাল ১ কাপ পুই শাক কুচি ২ কাপ টমেটো টুকরা পেয়াজ কুচি ৩ টেবিল চামুচ আদা রসুন বাটা ১ চা চামুচ জিরা গুড়া ১ চা চামুচ হলুদ মরিচ গুড়া ১ চা চামুচ ১ ঘি টেবিল চামুচ লবন স্বাদমত আস্ত ভাজা শুকনা মরিচ কয়েকটা তেল ২ টেবিল […]

এগুলো পড়তে পারেন