
উন্নয়নের জোয়ারে সব আজ উধাও -জিদিত চাকমা
শুধু বান্দরবান কেন, পাহাড়ের সব দুর্গম জায়গায় এ মূহুর্তে খাদ্য এবং পানির সংকট। শহর এবং বাজার থেকে দূরে, যাতায়াত ব্যাবস্থা যেখানে দুর্গম, সেই পাহাড়ের গ্রামগুলোতে শিক্ষা-চিকিৎসার মত মৌলিক অধিকারের কথা নাহয় বাদই দিলাম, নূন্যতম খাদ্য আর পানিয় জলের অভাবটা কেমন তা ভুক্তোভোগী ছাড়া আর কারো বুঝাটা কঠিন। পাহাড় আর আগের মত নেই তা সবাই জানেন।…